বিশ্বকাপের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে হেরে গিয়েছে তারা।
প্রত্যয় ছিলো ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর। কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচে সম্ভব হয়নি সেটিও। মুষলধারে বৃষ্টিতে ফল আসেনি সিরিজের প্রথম ওয়ানডেতে। পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
তবে বৃষ্টি নামার আগে খুব সুবিধা করতে পারেনি পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান করতে পেরেছিল তারা। ইমাম উল হক ৪২ এবং হারিস সোহেল অপরাজিত ছিলেন ১২ রানে। ফাখর জামার ৩ এবং বাবর আজম আউট হয়েছেন ১৬ রানে।
ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, জো ড্যানলি, আদিল রশিদ, জোফরা আরচার, ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেট।
পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফাখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আসিফ আলি, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির।
এসএইচ-১০/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)