সমর্থকদের উদ্দেশ্যে মেসি কি বললেন

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বে লিভারপুলের কাছে ০-৪ ব্যবধানে লজ্জার হারের পর বার্সার ফুটবলারদের মনের অবস্থা কী ছিল, সহজেই অনুমেয়।

অ্যানফিল্ড থেকে বের হয়ে সোজা বিমানবন্দরে পৌঁছে যায় দল। অধিনায়ক মেসি টিম বাসে উঠেছেন কি না, সে খেয়াল কেউ করেননি।

এদিকে, লিভারপুলের মাঠে হারের পর বিমানবন্দরে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন মেসি। তাতে বেশ হতাশ হয়েছিলেন এই ফুটবল তারকা।

বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশ্যে মেসি তাই চিৎকার করে বার বার বলতে থাকেন, ‘তোমাদের সমস্যা কী? আমি কী করেছি, আমার কী ভুল ছিল।’ অবশ্য তাতেও শান্ত হয়নি বার্সা সমর্থকরা।

মূলত প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকায় মেসি-সুয়ারেজদের কাছ থেকে তাদের প্রত্যাশাটাও ছিল অনেক। আনফিল্ডে কমপক্ষে একটি গোল দিতে পারলেও জয় পেতে আরো দুটি গোল বেশি করতে হতো অলরেডদের।

এসএইচ-০৩/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)