বিশ্বকাপে সবচেয়ে খারাপ রেকর্ড ভারতের

আইপিএলে শেষ, সামনে এবার বিশ্বকাপের মহারণ৷ ক্রিকেটের সবচেয়ে বড়ো কার্ণিভ্যালের অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে৷ ৩০ মে থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশতম আসর৷ সেই মহারণে ফেভারিট কে? ক্রিকেটদুনিয়া সেই প্রশ্নে এখন দ্বিধাবিভক্ত৷ কোহলির দলকেই ফেভারিট মনে করছেন অনেকে৷

অন্য পক্ষ আবার বিশ্বকাপ ধরে রাখার দৌড়ে অস্ট্রেলিয়াকে কালো ঘোড়া মনে করছেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে আবার ভারতের পরিসংখ্যান বেশ খারাপ৷ ফ্ল্যাশব্যাকে ফিরে গেলে দেখা যাবে, বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি কাঁটা হয়ে দাঁডি়য়েছে অজিরাই৷

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়-পরাজয়ের পরিসংখ্যান-

পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ভারতের রেকর্ড একেবারেই খারাপ৷ এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ১১ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছে ভারত৷ এর মধ্যে ৮ বার ম্যাচ হেরেছে ভারতীয় দল৷ অজিদের হারিয়েছে মাত্র ৩ বার৷

১) ১৩ জুন, ১৯৮৩- বিশ্বকাপে প্রথমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত৷ সেবার কপিল দেবের ভারতকে ১৬২ রানে হারিয়ে ম্যাচ জিতেছিল কিম হিউজের অস্ট্রেলিয়া।

২) ২০ জুন, ১৯৮৩- গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত৷ সেবার রজার বিনির দুরন্ত বোলিং ২৯/৪ এর সুবাদে অস্ট্রেলিয়াকে ১১৮ রানে হারিয়েছিল ভারত।

৩) ৯ অক্টোবর, ১৯৮৭- থ্রিলার ম্যাচে ভারতকে হারিয়ে ১ রানে ম্যাচ জিতেছিল অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া৷

৪) ২২ অক্টোবর ১৯৮৭- গ্রুপের দ্বিতীয় ম্যাচে এবার অজিদের ৫৬ রান হারায় ভারত৷ ম্যাচে ১৯/৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ৫৪* রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন আজারউদ্দিন৷

৫) ১ মার্চ ১৯৯২- ভারতের বিরুদ্ধে ১ রানে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া৷ ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলেও ম্যাচ জেতাতে পারেননি মহম্মদ আজারউদ্দিন৷

৬) ২৭ ফেব্রুয়ারি ১৯৯৬- মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ১৬ রানে৷

৭) ৪ জুন, ১৯৯৯- গ্লেন ম্যাকগ্রার দুরন্ত বোলিংয়ের ৩৪/৩ সুবাদে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ৭৭ রানে৷

৮) ১৫ ফেব্রুয়ারি ২০০৩- দক্ষিণ আফ্রিকার মাটিতে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভের ভারত ৯ উইকেটে ম্যাচ হেরেছ।

৯) ২৩ মার্চ, ২০০৩- জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমে সৌরভের মেন ইন ব্লু ম্যাচ হেরেছিল ১২৫ রানে৷ ম্যাচে অজি অধিনায়ক রিকি পন্টিং একাই হাঁকিয়েছিলেন অপরাজিত ১৪০রান৷

১০) ২৪ মার্চ, ২০১১- ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল ধোনির ভারত৷ ৫৭ রানে অপরাজিত থেকে ও ৪৪/২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছিলে যুবরাজ সিং৷

১১) ২৬ মার্চ, ২০১৫- সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে হার ভারতের৷ স্মিথের শতরানে ভর করে প্রথমে ব্যাট করে অজিরা তুলেছিল ৩২৮/৭৷ জবাবে ২৩৩ রানে গুটিয়ে যায় ভারত৷ ধোনি-কোহলিদের বিরুদ্ধে ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া৷

এসএইচ-১০/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)