কোহলি-রোহিত শর্মাদের দলে তামিম

২০১৫ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত তামিম ইকবালের ওয়ানডে ক্রিকেটে ৫৯.০৫ গড়ে মোট ২ হাজার ৪২১ রান। বিশ্ব ক্রিকেটে তালিকার সেরা পাঁচেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এ ওপেনার।

এ তালিকায় যেখানে আছেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো তারকা ব্যাটসম্যানরা। গত বিশ্বকাপের পর এখন পর্যন্ত ওডিআইতে সবচেয়ে বেশি গড়ের তালিকায় পঞ্চম স্থানে আছেন তামিম ইকবাল।

এদিকে আয়ার‌ল্যান্ডে সোমবার ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ রান করেন তামিম। ফেরার আগে এ তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নেন তিনি।

আলোচিত সময়ে একদিনের ক্রিকেটে ভারতীয় অধিনায়ক ৭৮.২৯ গড়ে করেছেন ৪ হাজার ৩০৬ রান। তালিকার একদম শীর্ষে আছেন তিনি। ৬৮.৮৫ গড়ে ২ হাজার ৮৯২ রান করে দ্বিতীয় নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেইলর।

তালিকার তৃতীয় রোহিত শর্মা। এ সময়ে ৩ হাজার ৭৯০ রান করেছেন তিনি। ভারতীয় এ ওপেনারের গড় ৬১.১২। তার চেয়ে কিছু কম গড় নিয়ে চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৬০.৩৬ গড়ে এ সময়ে তিনি করেছেন ২ হাজার ৭৭৭ রান।

এসএইচ-১৮/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)