কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন আগুয়েরো

শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির হয়ে খেলা আগুয়েরোর দুর্দান্ত পারফর্মেন্সের দরুণ কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে তাকে। নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে গোল করেছেন আগুয়েরো। এই মৌসুমে লিগে ৩৩ ম্যাচে তার গোল সংখ্যা ২১।

রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন আগুয়েরো। কিন্তু বুধবার কোপা আমেরিকার জন্য ৪০ সদস্যের প্রাথমিক দলে দেখা যাবে তাকে। এর দুই সপ্তাহ পরে সেখান থেকে ঘোষণা করা হবে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

আর্জেন্টিনার নামী ক্রীড়া সাংবাদিক ডিয়েগো মুনরোগের বরাতে ইএসপিএন জানাচ্ছে, মঙ্গলবারই আগুয়েরোকে ডেকে প্রাথমিক দলে থাকার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কোলানি।

উল্লেখ্য, ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত এবারের কোপা আমেরিকা আসর বসবে ব্রাজিলে। সাউথ আমেরিকার ১০টি দলের সঙ্গে এতে আমন্ত্রিত হিসেবে অংশ নেবে জাপান এবং ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।

বিশ্বকাপ ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তৎকালীন কোচ হোর্হে সাম্পাওলি। তারপর থেকেই আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন স্কোলানি। কোপায় গ্রুপ ‘বি’তে আর্জেন্টিনা লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারের সঙ্গে।

এসএইচ-২০/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)