ধোনি-সাঙ্গাকারাদের এলিট ক্লাবে মুশফিক

DUNEDIN, NEW ZEALAND - FEBRUARY 20: Mushfiqur Rahim of Bangladesh bats during Game 3 of the One Day International series between New Zealand and Bangladesh at University Oval on February 20, 2019 in Dunedin, New Zealand. (Photo by Dianne Manson/Getty Images)

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ের এই ম্যাচে বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহীম। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান পূর্ণ হয়েছে তার।

এদিন ৩৩ বলে ৩৫ রান করেন মুশফিক। আর এর মধ্যে দিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।

যদিও ওয়ানডেতে তার মোট রান ৫৫২২। কিন্তু ২০৪ ওয়ানডের মধ্যে ১৭৮ ইনিংস খেলেছেন তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে।

মুশফিক এই কীর্তি গড়েছেন পঞ্চম উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। এই তালিকা তার আগে আছেন কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যান্ডি ফ্লাওয়ার।

৩৪০ ইনিংসে ১৩৩৪১ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন সাঙ্গাকারা। দুইয়ে আছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনি। ২৮৯ ইনিংসে তিনি রান করেছেন ১০৫০০। তৃতীয় স্থানে থাকা গিলক্রিস্টের রান ৯৪১০ (২৭৪ ইনিংস) ও ১৮৩ ইনিংসে ৫৮৪৫ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার। আর ১৭৮ ইনিংসে ৫০০০ রান নিয়ে পঞ্চম মুশফিক।

এসএইচ-১২/১৬/১৯ (স্পোর্টস ডেস্ক)