টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথমবারের মতো টস জিতলেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ছে বংলাদেশ। ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।

ম্যাচের আগেই শঙ্কা ছিল আর সেই শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশ ও উইন্ডিজ পরিসংখ্যান বলছে দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৬ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি ম্যাচে আর উইন্ডিজ জিতেছে ২১টি ম্যাচে। বাকি দুই ম্যাচের ফল হয়নি। সর্বশেষ ছয় ম্যাচের হিসাব করলে বাংলাদেশ জিতেছে পাঁচটি।

বাংলাদেশ ফাইনাল জিততে পারে না- এ যেন এক অলিখিত নিয়ম হয়ে গেছে! দ্বিপক্ষীয় সিরিজের বাইরে বাংলাদেশ যে এখনও কোনও শিরোপা জিততে পারেনি। এর আগে ছয়টি ত্রিদেশীয় কিংবা বহুজাতিক আসরের ফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের আরেকটি ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। প্রথম শিরোপা হাতছানি দিয়ে ডাকছে আবার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন,সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরজ, মাশরাফি বিন মুর্তজা মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জন জনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, র্যামন রেফার, শ্যানন গ্যাব্রিয়েল।

এসএইচ-২১/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)