নাইট ক্রিকেটার ৩ মাসের জন্য সাসপেন্ড

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিংহকে তিন মাসের জন্য সাসপেন্ড করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএল শেষ হওয়ার পরেই একটি টি টোয়েন্টি লিগে অংশ নেন রিঙ্কু। সেই টি টোয়েন্টি লিগের কোনও স্বীকৃতিই নেই বলে জানানো হয় বোর্ডের তরফে।

বোর্ডের অনুমতি ছাড়া সেই টুর্নামেন্টে খেলার জন্য রিঙ্কুর উপরে নেমে আসে শাস্তির খাঁড়া। বোর্ডের সাসপেনশেনের জন্য ইন্ডিয়া-এ দলের হয়েও খেলতে পারবেন না রিঙ্কু।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের এই ক্রিকেটার আবু ধাবিতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে খেলতে চলে যান। তার জন্য বোর্ডের অনুমতিও নেননি তিনি। বোর্ড ভাল ভাবে বিষয়টা নেয়নি। ১ লা জুন থেকেই তাঁর তিন মাসের সাসপেনশন চালু হছে।

নাইট রাইডার্সের হয়ে দু’ বছর খেলা রিঙ্কুকে শাস্তি দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেটমহলে। কেউ বলেন, সবার ক্ষেত্রেই শাস্তি সমান হওয়া উচিত।

রিঙ্কুর মতোই অনামী-অখ্যাত টি টোয়েন্টি লিগে খেলেন তরুণ ক্রিকেটার অনুজ রাওয়াত। তাঁকে ছেড়ে দেওয়া হয়। অথচ রিঙ্কুকে এখন শাস্তি ভোগ করতে হবে। অনেকেই বলেছেন, শাস্তি সবার জন্য একই হওয়া উচিত।

এসএইচ-০৮/৩১/১৯ (স্পোর্টস ডেস্ক)