টস জিতলো নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান প্রতিনিধি শ্রীলঙ্কার মুখোমুখি ওশেনিয়ান অঞ্চলের নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই এগিয়ে যাওয়ার লক্ষ্য দুই দলের। কে পারবেন শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে? আপাতত ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা।

তবে তার আগে টস নামক ভাগ্যের খেলায় জিতে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেনে উইলিয়ামসন। তবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে।

চারজন পেসার নিয়ে খেলছে শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গার সঙ্গে সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, থিসারা পেরেরা। অন্যদিকে নিউজিল্যান্ড দলে নেই টিম সাউদি। হেনরি নিকোলস ইনজুরিতে। আর একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন মিচেল সান্তনার।

নিউজিল্যান্ড দল : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়াসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমাল এবং লাসিথ মালিঙ্গা।

এসএইচ-১১/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)