কোহলি অনুশীলনে চোট পেয়েছেন

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। তবে এর আগেই চোট পেয়ে ম্যাচ থেকে চিটকে যাওয়ার শঙ্কায় অধিনায়ক বিরাট কোহলি।

দলের অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে, এ নিয়ে অফিসিয়ালি কোন বক্তব্য দেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

পিটিআইয়ের বরাত দিয়ে টাইম্স অব ইন্ডিয়া জানায় ইনজুরির খবরটি।

তখন দলের ফিজিওথেরাপিস্ট প্যাটট্রিক ফারহার্ট মাঠে অনেকখন ধরেই আঙ্গুলের ইনজুরি দেখেছেন।

পরে অনুশীলন শেষে কোহলিকে বরফভর্তি গøাসে আঙ্গুল ঢুকিয়ে বের হতে দেখা যায়। যদিও ভারত দলের ম্যানেজম্যান্ট এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। কিন্তু ম্যাচ আগে বিরাটের এমন ইনজুরি ধাক্কা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামনে তিন দিন পরই বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচের লড়াইয়ে মাঠে নামবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসএইচ-২৩/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)