সেভিয়ার কোচ হলেন লোপেতেগুই

দলের ব্যর্থতার দায়ে রিয়াল মাদ্রিদে কোচের দায়িত্ব হারিয়েছিলেন হুলেন লোপেতেগি। তবে নতুন মৌসুম শুরুর আগেই নতুন দায়িত্ব পেয়েছেন ৫২ বছর বয়সি কোচ। এবার স্প্যানিশ আরেক ক্লাব সেভিয়ার কোচ হয়েছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপ শুরুর ঠিক দুই দিন আগে লোপেতেগুইকে বরখাস্ত করেছিল স্পেন। তবে বিশ্বকাপের পর তাকে নিজেদের কোচ করে রিয়াল।

এখানেও ভাগ্য সমর্থন করেনি তাকে। মর্যাদার এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে হারের পর চাকরি হারান তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে ৫-১ ব্যবধানে হারের পর তাকে বরখাস্ত করে রিয়াল।

ষষ্ঠ স্থানে থেকে গত মৌসুমের লা লিগা মৌসুম শেষ করে সেভিয়া। মার্চে উয়েফা ইউরোপা লিগে হারের পর কোচ পাবলো ম্যাচিনকে বরখাস্ত করে ক্লাবটি। এরপর মার্চ থেকে সেভিয়া চলছিল অন্তর্বর্তীকালীন কোচ হুয়াকিন কাপারোসের অধীনে। এবার নতুন মৌসুম শুরুর আগে এক বিবৃতিতে লোপেতেগুই আগামী তিন মৌসুমের জন্য দায়িত্ব দেওয়ার কথা জানায়।

রিয়ালেও সময়টা ভালো কাটেনি লোপেতেগুইয়ের। তার অধীনে লা লিগায় ১০ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছিল রিয়াল। হেরেছিল চার ম্যাচে। দুই ম্যাচ করেছিল ড্র। ফলে সাড়ে চার মাসের মধ্যে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হয় তাকে।

এসএইচ-১২/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)