ভারত-নিউজিল্যান্ড মহারণ, ভেজা আউটফিল্ডে পিছিয়ে গেল টস

বৃষ্টি থামলেও ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টস পিছিয়ে গিয়েছে। বৃষ্টির কারণে আউটফিল্ড এখনো ভেজা। আর সে কারণেই টস হতে বিলম্বিত হচ্ছে। দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে এই সিদ্ধান্ত জানিয়েছেন।

এদিকে ইনজুরির কারণে ওপেনার শিখর ধাওয়ানকে ছাড়াই আজ মাঠে নামবে ভারত। এরপরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফেভারিট ধরা হচ্ছে বিরাট কোহলিদের। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। এ বছরই কিউইদের তাদেরই মাঠে গিয়ে হারিয়ে দিয়ে এসেছিল টিম ইন্ডিয়া।

এ ছাড়াও বিশ্বকাপের এবারের আসরে ২ ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে ভারতীয় দল। আগের ম্যাচে হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ডও অবশ্য খুব একটা পিছিয়ে নেই। ৩ ম্যাচে তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন তারা।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ইউজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেলর, টল লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফারগুসন, ট্রেন্ট বোল্ট।

এসএইচ-০৩/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)