মেয়াদ বাড়ছে রবি শাস্ত্রীদের

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে মেয়াদ বাড়তে চলেছে রবি শাস্ত্রী ও তার সহকারীদের। বিশ্বকাপ শেষ হওয়ার পরে মাত্র ৪৫ দিনের জন্য। যার অর্থ, বিশ্বকাপের এক সপ্তাহ পরেই শুরু হতে চলা বিরাট কোহলিদের ক্যারিবিয়ান সফরেও কোচ হিসেবে থাকছেন রবি শাস্ত্রীরাই।

জানা গেছে, বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোহলিদের প্রধান শাস্ত্রীর সঙ্গে দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরদের মেয়াদও বিশ্বকাপের পর ৪৫ দিন বাড়ানো হল।

প্রসঙ্গত, ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের পর কোহলির সঙ্গে ঠান্ডা লড়াইয়ের কারণে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যান অনিল কুম্বলে।

পরবর্তী সময়ে সৌরভ-শচিন-লক্ষ্মণের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির কাছে ইন্টারভিউ দিয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে নির্বাচিত হন রবি শাস্ত্রী।

২০১৭ সালের জুলাই থেকে কোহলিদের দায়িত্ব নেন শাস্ত্রী। ভারতীয় দলের কোচ হিসেবে তার সবচেয়ে বড় সাফল্যে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়।

এসএইচ-০৪/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)