অপেক্ষার ক্ষণ শেষ করে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াল। ম্যানচেস্টারে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অর্থাৎ বিরাট কোহলির ভারত প্রথমে ব্যাটিং করবে।
এই ম্যাচ দেখতে দর্শকরা আগে থেকেই পূর্ণ করে ফেলেছেন গ্যালারি। টিভি সেটের সামনেও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ক্রিকেটমোদীরা।
ভারত ৩ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে তালিকার চার নাম্বারে আছে ভারত। ৪ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে নয় নাম্বারে পাকিস্তান।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ বারের মুখোমুখিতে প্রতিবারই ভারত জিতেছে। পাকিস্তান এক ম্যাচেও জয় পায়নি।
এসএইচ-০৫/১৬/১৯ (স্পোর্টস ডেস্ক)