রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে নেইমারকে দলে এনেছিল প্যারিস সেইন্ট জর্মেই।
কিন্তু সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে উপযুক্ত দাম পেলে নাকি ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেবে তারা।
ফরাসি গণমাধ্যম এল ইকুইপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যথার্থ দাম পেলে নেইমারকে ছাড়ার প্রস্তুতি নিতে পারে পিএসজি।
সেখানে এক সাক্ষাতকারে পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেন, ‘খেলোয়াড়দের আগের চেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। এটা সম্পূর্ণ আলাদা হতে হবে। তাদের আরও কাজ করতে হবে।
তারা এখানে শুধু মজা করার জন্য আসেনি। এমন বক্তব্যের সঙ্গে একমত না হলে তাদের জন্য দরজা খোলা রয়েছে।’
এসএইচ-০৭/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)