কানাডার টি-টুয়েন্টি লিগে খেলবেন সাকিব

কানাডার টি-টুয়েন্টি লিগে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয় দলের লিগে সাকিব খেলবেন ব্রাম্পটন উলভসের হয়ে। ২৫ জুলাই থেকে শুরু হবে গ্লোবাল টি-২০ কানাডা নামের লিগটি।

গ্লোবাল টি-২০ কানাডা তাদের অফিসিয়াল টুইটারে শুক্রবার খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।

সাকিবের দল ব্রাম্পটন উলভসে আরও আছেন শহিদ আফ্রিদি, আন্দ্রে ফ্লেচার, কলিন মুনরো, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামিদের মতো তারকা ক্রিকেটাররা। লিগটি শেষ হবে ১১ আগস্ট।

ব্রাম্পটন উলভস ছাড়া লিগে খেলবে এডমন্টন রয়্যালস, মন্ট্রিয়ল টাইগার, টরেন্টো টাইগার্স, ভ্যাঙ্কুবার নাইটস ও উইনিপেগ হকসের মতো দলগুলো। গতবার চ্যাম্পিয়ন হয় ভ্যাঙ্কুবার নাইটস।

এ বছর বিভিন্ন দলের হয়ে আরও খেলবেন শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, টিম সাউদি, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসিস, বেন কাটিং, শাদাব খান, ব্রেন্ডন ম্যাককালাম, যুবরাজ সিং, ট্রেন্ট বোল্ড, কাইরন পোলার্ডসহ অনেকে।

এসএইচ-০৬/২১/১৯ (স্পোর্টস ডেস্ক)