বিশ্বকাপের ২৯তম ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পায়নি দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই ক্যারিবীয়দের সামনে।
নিউজিল্যান্ড একাদশ-
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, ওশানে টমাস, কেমার রোচ, শেলডন কোটরেল।
এসএইচ-২০/২২/১৯ (স্পোর্টস ডেস্ক)