আফগানিস্তানকে ২২৫ রানের টার্গেট দিলো ভারত

ইংল্যান্ড বিশ্বকাপের ২৮ তম ম্যাচে শনিবার আফগানিস্তানের ২২৫ রানের টার্গেট দেয় ভারত। এর আগে  সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান দলপতি বিরাট কোহলি। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে।

দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দলকে এত অল্প রানে আটকে ফেলে জয়ের একটি সম্ভাবনা তৈরি করেছে আফগান বোলাররা। ওপেনার রোহিত শর্মাকে বোল্ড করে শুরু করে মুজিবুর রহমান। এরপর নবী এস তুলে নিয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। নবীর সবচেয়ে বড় শিকার হন কোহলি। বিজয় শংকরকে তুলে নেন রহমত শাহ। মুজিবুর রহমান, মোহাম্মাদ নবী ও রশীদ খানের দারুন বোলিংয়ে ভারতকে অল্প রানে আটকে রাখতে সক্ষম হয়।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। রোহিত, কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডেরা আছেন দারুন ফর্মে থাকলেও ব্যাটিংয়ে তেমন কারিশমা দেখাতে পারেননি কোহলি ছাড়া কেউ। কোহলি ৬৩ বল খেলে ৬৭ রান করেন। বিজয় শংকর করেনন ২৯ ও ধোনি করেন ২৮ রান।

বোলিংয়েও জাসপ্রিত বুমরা, চাহাল, কুলদীপ জাদব আছেন ফর্মে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা মোহাম্মদ শামী কেমন করেন তার উপরও নির্ভর করবে ভারতের জয়।

ভারতের দেয়া লক্ষ্য টপকে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয় করতে পারবে নাকি আরেকটি পরাজয়ে বিদ্ধস্ত হবে পাঠানরা?

আফগানিস্তান একাদশ : হযরতউল্লাহ জাজাই, গুলবদীন নায়েব (সি), রহমত শাহ, হাশমতাউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল (ওয়া।), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (সি), বিজয় শংকর, এমএস ধোনি (ডব্লিউ), হার্ডিক পান্ডা, কেদার জাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, জুজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

এসএইচ-৩২/২২/১৯ (স্পোর্টস ডেস্ক)