কোহলিকে শাস্তি দিলো আইসিসি

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচটিতে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভাঙ্গার দায়ে জরিমানা করা হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করার পাশাপাশি ম্যাচ ফি থেকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এলবিডবিøউয়ের আবেদন করে না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন কোহলি। আইসিসির আইনের লেভেল ১ এর ২.১ ধারা অনুসারে ‘আন্তর্জাতিক ম্যাচে আউটের জন্য মাত্রাতিরিক্ত আবেদন করা যাবে না।’

তবে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের ভুল শিকার করে নিয়েছেন কোহলি।

এছাড়া ইনিংসের শুরুর দিকেই একটি এলবিডবিøউয়ের রিভিউ নিয়ে ব্যর্থ হলে অসন্তুষ্ট দেখা যায় কোহলিকে। উত্তপ্ত বাক্য বিনিময় করেন দায়িত্বরত আম্পায়ার আলিম দারের সাথে।

তাই আচরণবিধি ভঙ্গের দায়ের তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের পাশে যোগ হয়েছে ১টি ডিমেরিট পয়েন্টও। এই নিয়ে কোহলির ডিমেরিট পয়েন্টের সংখ্যা হল ২।

এসএইচ-১৪/২৩/১৯ (স্পোর্টস ডেস্ক)