বেতন কমিয়ে বার্সায় ফিরছেন নেইমার?‌

পিএসজি যে ছাড়ছেন এটা প্রায় নিশ্চিত। এবার মৌখিকভাবে বার্সিলোনার অন্যতম একটি শর্ত মেনে নিলেন নেইমার। সূত্রের খবর এমনই।

বার্সায় ফিরতে হলে চুক্তির অঙ্ক থেকে অনেকটাই কাঁটছাঁট করা হবে। অঙ্কটা প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। তবে পিএসজি’র পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। দুই বছর আগেই রেকর্ড অর্থে তারা নেইমারকে নিয়েছিল।

নেইমার আর পিএসজিতে থাকতে চান না। বার্সা আবার ব্রাজিল তারকাকে ফেরাতে প্রস্তুত। কিন্তু চুক্তি অনুযায়ী এত টাকা দেওয়া সম্ভব নয়। চার বছর বার্সায় খেলেছিলেন নেইমার।

বার্সার শর্ত অনুযায়ী, নেইমারকে ক্ষমাও চাইতে হবে ক্লাব কর্তা ও সমর্থকদের কাছে। যেভাবে তিনি ক্লাব ছেড়েছিলেন তা মেনে নিতে পারেননি ক্যাম্প ন্যূ’র কর্মকর্তারা।

তাই এবার নেইমার ব্যাকফুটে দেখেই আসরে নেমেছে বার্সিলোনা। চুক্তির টাকা কমানো তারই অঙ্গ। যা মেনে নিয়েছেন নেইমার। এমনটাই জানা গেছে।

এসএইচ-২৯/২৯/১৯ (স্পোর্টস ডেস্ক)