অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ডও পয়েন্টের হিসেবে তিন নম্বরে। তবে এখনও কিউইদের সেমির জায়গা নিশ্চিত হয়নি। অসিদের বিপক্ষে তাই জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছে কেন উইলিয়ামসনের দল।
লর্ডসে গুরুত্ববহুল এই ম্যাচে অস্ট্রেলিয়াকে অল্প রানেই আটকে দিয়েছে নিউজিল্যান্ড। উসমান খাজার ৮৮ আর অ্যালেক্স কারের ৭১ রানের দুটি ইনিংসের পরও ৯ উইকেটে ২৪৩ রানেই থেমেছে অসিরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া। কিউই বোলারদের তোপে ৯২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে ষষ্ঠ উইকেটে উসমান খাজা আর অ্যালেক্স কারে ১০৭ রানের বড় জুটিতে বিপদ সামলে নিয়েছেন।
তারপরও শেষ ৪২ বলে অস্ট্রেলিয়া তুলতে পারে মাত্র ৪৪ রান। ১৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স।
নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল ট্রেন্ট বোল্ট। ৫১ রানে ৪টি উইকেট নেন এই পেসার। ২টি করে উইকেট নেন লুকি ফার্গুসন আর জেমস নিশাম।
এসএইচ-৩১/২৯/১৯ (স্পোর্টস ডেস্ক)