টস জিতে উইন্ডিজের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

চলতি বিশ্বকাপের ৩৯তম ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার।

বিশ্বকাপের সেমির স্বপ্ন শেষ আরও আগেই, তবে নিজেদের সম্মানটুকু বাঁচিয়ে রাখতে একে অপরের মোকাবিলা করবে দু’দল।

সাত ম্যাচ খেলা শ্রীলঙ্কা আছে টেবিলের আটে আর সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র এক জয়ে উইন্ডিজের অবস্থান নয়ে। রিভারসাইড কাউন্টি গ্রাউন্ডে সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের এবারের আসরে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার।ম্যাচটি এই দু’দলের কাছে তাই শুধুই নিয়মরক্ষার। যদিও জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করতে মরিয়া দল দুটি।

এর আগে, টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। একাদশে ১টি পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার মোকাবিলা করার জন্য প্রস্তুত তারা।

অন্যদিকে, টুর্নামেন্টের সেমিফাইনালের স্বপ্ন শেষ হওয়ায় যাওয়ায় একাদশে ৩টি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।

এসএইচ-০৫/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)