টস হেরে বোলিংয়ে ভারত

বিশ্বকাপের সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে শুক্রবার। এখন তাই বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার। যদিও সেমিফাইনাল নিশ্চিত হওয়া চার দল ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জন্য রাউন্ড রবিন লিগের শেষের ২ ম্যাচের গুরুত্ব কিছুটা হলেও আছে। কেননা এই ২ ম্যাচ দিয়ে নির্ধারণ হবে প্রথম পর্বে কারা কোথায় থেকে সেমিফাইনালে যাচ্ছে।

এদিকে সেই দুই ম্যাচের একটিতে শ্রীলংকার বিপক্ষে আজ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামছে ভারত। শ্রীলঙ্কা টস জেতায় এ ম্যাচে আগে তাদের ব্যাটিং করতে হবে।

ম্যাচের গুরুত্ব কম হওয়ায় মোহাম্মদ শামি ও ইউজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়েছে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন রবিন্দ্র জাদেজা ও কুলদিপ যাদব। অন্যদিকে, এক পরিবর্তন নিয়ে খেলতে নামছে লঙ্কানরা।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্মে, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, ইসুরু উদানা, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, কাসুন রাজিতা, লাসিথ মালিঙ্গা।

এসএইচ-০২/০৬/১৯ (স্পোর্টস ডেস্ক)