অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

বড্ড অসময়েই জ্বলে উঠলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। নিজেদের শেষ ম্যাচে এসে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে দারুণ ব্যাটিং দেখালো প্রোটিয়ারা।

ফাফ ডু প্লেসিস করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সেঞ্চুরির সুযোগ ছিল ফন ডার ডুসেনেরও। কপাল খারাপ তার। ইনিংসের শেষ বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন এই ব্যাটসম্যান। তারপরও দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৩২৫ রানের পাহাড়ই গড়েছে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধুনো করে একটা সময় ২ উইকেটেই ২৬৫ রান তুলে ফেলে প্রোটিয়ারা। ইনিংসের তখন ৪৩ ওভার। শেষ ৭ ওভারে বেশ কয়েকটি উইকেট হারালেও ৬০ রান যোগ করেছে ফাফ ডু প্লেসিসের দল।

ডু প্লেসিস ৯৪ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ১০০ করে আউট হন। ৯৭ বলে ৪টি করে চার ছক্কায় ৯৫ রান করেন ফন ডার ডাসেন। এছাড়া ওপেনার কুইন্টন ডি কক ৫২ আর এইডেন মার্করাম করেন ৩৪ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক আর নাথান লিয়ন।

এসএইচ-২৭/০৬/১৯ (স্পোর্টস ডেস্ক)