ওয়ানডে ক্যারিয়ারে ৩৫০তম ম্যাচ খেলছেন ধোনি

চলতি বিশ্বকাপে লিগ পর্ব শেষ হয়েছে গত ৬জুলাই। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নক আউট পর্ব। সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

আর এই ম্যাচ দিয়েই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩৫০তম ম্যাচ পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ম্যাচ খেলার দিক দিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনি আছেন ২য় স্থানে।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন ধোনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের ১০ম ক্রিকেটার হিসেবে ৩৫০তম ম্যাচ খেলতে নেমেছেন ধোনি। আর ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন সাবেক এই বিশ্বকাপজয়ী।

ধোনির আগে কেবল মাত্র একজন ভারতীয় ওয়ানডেতে ৩৫০ এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার। শচিন তার ক্যারিয়ারে ৪৬৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যা ভারতের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ তো বটেই, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ।

দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ওয়ানডেতে ধোনি ১০ হাজার ৭২৩ রান করেছেন। নামের পাশে ৫০.৫৮ গড়ে আছে ১০টি শতকও। ধোনির ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৮৩।

এসএইচ-০৯/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)