কোপা আমেরিকার সেরা একাদশে নেই মেসি

কোপা আমেরিকার এবারের আসরের সেরা একাদশে সর্বোচ্চ ৫ জন চ্যাম্পিয়ন ব্রাজিলের।

ফাইনালিস্ট পেরু’র দু’জন খেলোয়াড় থাকলেও জায়গা হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।

তবে মেসির সতীর্থ লেয়ান্দ্রো পারেদেস একাদশে জায়গা পেয়েছেন। এই তালিকায় কলম্বিয়া, চিলি ও উরুগুয়ে’র একজন করে খেলোয়াড় আছেন।

একাদশের আক্রমণভাগে থাকছেন এভারটন সোয়ারেস (ব্রাজিল), পাওলো গুয়েরেরো (পেরু) এবং হামেস রদ্রিগেজ (কলম্বিয়া)। মিডফিল্ড সামলাবেন আর্তুরো ভিদাল (চিলি), লেয়ান্দ্রো পারেদেস (আর্জেন্টিনা) এবং আর্থার (ব্রাজিল)।

সেন্টার-ব্যাক হিসেবে রক্ষণ সামলাবেন থিয়েগো সিলভা (ব্রাজিল) এবং হোসে মারিয়া গিমেনেজ (উরুগুয়ে)। একাদশে ফুল-ব্যাক হিসেবে থাকবেন মিগুয়েল ত্রাউকো (পেরু) এবং দানি আলভেস (ব্রাজিল)। গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রাজিলের আলিসন বেকার।

এসএইচ-১১/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)