সুপার হিরো হতে পারেননি নেইমার

বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ হওয়া নিয়ে প্যারিস সেন্ট জার্মেই ফুটবলার নেইমারকে নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। পাশাপাশি ধর্ষণ কাণ্ড আর চোট তো আছেই। এ সবের মধে্যই ব্রাজিল তারকা স্বীকার করে নিলেন, ‘‘আমি এখনও রোল মডেল বা সুপার হিরো হওয়ার যোগ্য হতে পারিনি।’’

প্রথম অনুশীলনে শিবিরে যোগ না দিলেও মঙ্গলবার ব্রাজিল তারকার যোগ দেওয়ার কথা পিএসজিতে। তার ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার নির্ধারিত সময়ে নেইমার প্যারিসের মাঠে নামবেন।

কিন্তু তাতে কি বিশ্বের সব চেয়ে দামি ফুটবলারকে নিয়ে বিতর্ক থামবে? তবে এই বিতর্কের মধ্যেই তার পাশে দাঁড়িয়ে বাবা সিনিয়র নেইমার বলেছেন, ‘‘আমার ছেলে বার্সেলোনার প্রশংসা করে ভুল করেনি। ও কাউকে বা কোনও ক্লাবকে অশ্রদ্ধাও করেনি।’’

নেইমার অবশ্য এই বিতর্কে নতুন করে কিছু বলেননি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমি সেই সুপার হিরো এখনও হয়ে উঠতে পারিনি, যে সমস্ত চাপ সামলাতে পারবে। জীবনে প্রচুর খারাপ স্মৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছি। আমি চেষ্টা করছি পরিবারের সদস্যদের এবং বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে পরিস্থিতি বদলাতে। কারণ শুধু আমার পরিবার বা ছেলে নয়, অনেক ছোট ছেলেই আমাকে দেখে।’’

তবে নেইমারকে নিয়ে বিরক্ত পিএসজি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেও দিয়েছেন, ‘‘সবার পক্ষেই যদি প্রস্তাবটা ভাল হয়, তা হলে নেইমার যেতেই পারে।’’

চোটের জন্য ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। তার আত্মোপলব্ধি, ‘‘কোপা আমেরিকায় খেলতে না পারাটা খুব খারাপ হয়েছে। আমার কাছে এই প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ ছিল। তা সত্ত্বেও ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ায় আমি প্রচণ্ড খুশি। এবং আমি না খেলার পরেও যে দেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেটাও দারুণ লেগেছে। এখন আমার লক্ষ্য ফের ভাল খেলা। তার জন্য সতীর্থ এবং বন্ধুরা যে পাশে আছে সেটা দেখে খুবই ভাল লাগছে।’’

এসএইচ-০৮/১৬/১৯ (স্পোর্টস ডেস্ক)