আইসিসি স্লো ওভার রেটের নিয়মে পরিবর্তন আনলো

স্লো ওভার রেটের জন্য এবার থেকে আর শাস্তির কবলে শুধু অধিনায়ককে পড়তে হবে না। পুরো দলকেই শাস্তি পেতে হবে। জানিয়ে দিল আইসিসি। এই নতুন নিয়ম চালু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে।

এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সময় থেকে এই নিয়ম চালু হবে। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ওভার পিছু দুটি করে কম্পিটিশন পয়েন্ট কাটা হবে।’

একই সঙ্গে আইসিসির তরফে আরও বলে হয়েছে, ‘এবার থেকে ওভার রেট কম হলে আর অধিনায়কদের জরিমানা করা বা সাসপেন্ড করা হবে না। টিমের সব প্লেয়ারকে স্লো ওভার রেটের দায় নিতে হবে। অধিনায়কের বদলে পুরো টিমকেই আর্থিক জরিমানা করা হবে।’

এরই মধ্যে আবার আইসিসির গর্ভনিং বডির সভায় প্রত্যাশা মতোই কনকাশন প্লেয়ারদের বদলির পক্ষে রায় দিল। সাম্প্রতিক অতীতে মাথায় চোট লাগার সংখ্যা অনেক বেড়েছে। ফিল হিউজের মতো কেউ কেউ মাঠেই মারা গেছেন।

যার জন্য কোনো ক্রিকেটারের মাথায় চোট লাগলে তার বদলি যাতে পাওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত আইসিসি মেনে নিল। ছেলে-মেয়েদের সব ধরণের আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ম ১ অগাস্ট থেকে কার্যকর হবে।

এসএইচ-১১/২০/১৯ (স্পোর্টস ডেস্ক)