বিশ্বকাপের পর অ্যাশেজেও আম্পায়ারিং বিতর্ক

বিশ্বকাপের আসর শেষে এবার অ্যাশেজেও আম্পায়ারিং বিতর্ক দেখা দিল। বিশ্বকাপে ক্রমাগত আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন তারকা ক্রিকেটাররা। প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলে। অত্যন্ত নিম্নমানের আম্পায়ারিংয়ের ধারা বিশ্বকাপ পরবর্তী সময়েও বজায় রইল। ঐতিহ্যশালী অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ।

দেখা গেছে, প্রথম টেস্টের প্রথম দিনেই কাঠগড়ায় দুই আম্পায়ার আলিম দার ও জোয়েল উইলসন। দু’জনে মিলে অন্ততপক্ষে সাতটি ভুল সিদ্ধান্ত জানিয়েছেন প্রথম দিনেই। যা-নিয়ে ক্রিকেটমহলে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা অনেকেই আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। নেটিজেনরা স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আক্রমণ হেনেছেন আম্পায়ারদের উদ্দেশ্যে।

অ্যাশেজের প্রথম দিনেই ভুল আম্পায়ারিংয়ের সাতকাহনে চোখ বুলিয়ে নেওয়া যাক…

# ম্যাচের দ্বিতীয় ওভারে স্টুয়ার্ট ব্রডের প্রথম বলটি ডেভিড ওয়ার্নারের ব্যাটের কানা নিয়ে পৌঁছয় উইকেটকিপার জনি বেয়ারস্টোর দস্তানায়। ব্রড বিশেষ আগ্রহ না-দেখালেও জোরালো আবেদন করেন বেয়ারস্টো। আম্পায়ার আলিম দার আবেদন নাকচ করেন। পরে টেলিভিশন রিপ্লেতে আল্ট্রাএজ প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় আউট ছিলেন ওয়ার্নার।

# চতুর্থ ওভারে ব্রডের পঞ্চম বল ওয়ার্নারের প্যাডে গিয়ে লাগে। আঙুল তুলে দেন আলিম দার। রিভিউ না-নিয়ে সাজঘরের পথে হাঁটা লাগান ওয়ার্নার। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল লেগ-স্ট্যাম্প ছাড়িয়ে যাচ্ছিল।

# ১৫তম ওভারে ক্রিস ওকসের দ্বিতীয় বল উসমান খোওয়াজার ব্যাটের কানা নিয়ে উইকেটকিপারের দস্তানায় জমা পড়ে। গোটা ইংল্যান্ড দল আবেদন করলেও আউট দেননি আম্পায়ার উইলসন। রুট রিভিউ নিতে কার্পণ্য করেননি। টিভি আম্পায়ার প্রযুক্তির সাহায্য নিয়ে জানিয়ে দেন খোওয়াজা আউট।

# ৩৪তম ওভারে স্টুয়ার্ট ব্রডের পঞ্চম বলে আম্পায়ার আলিম দার এলবিডব্লু আউট দেন স্টিভ স্মিথকে। স্মিথ তৎক্ষণাৎ রিভিউ নেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্পে লাগছিল না। সে যাত্রায় বেঁচে যান স্মিথ।

# ৩৬তম ওভারের শেষ বলে ম্যাথিউ ওয়েডকে এলবিডব্লুর ফাঁদে জড়ান ক্রিস ওকস। আম্পায়ার উইলসন আউট দেননি। জো রুট রিভিউ নিলে সিদ্ধান্ত ইংল্যান্ডের অনুকূলে যায়।

# ৪০তম ওভারের শেষ বলে জেমস প্যাটিনসনকে এলবিডব্লু আউট করেন ব্রড। আলিম দারের সিদ্ধান্তে সহমত পোষণ করে প্যাটিনসন ক্রিজ ছাড়েন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল লেগ-স্টাম্প ছাড়িয়ে যাচ্ছিল।

# ৪৭তম ওভারে ওকসের প্রথম বলেই পিটার সিডলকে এলবিডব্লু আউট দেন উইলসন। রিভিউ নিতে সময় নষ্ট করেননি সিডল। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানা নিয়ে প্যাডে লেগেছিল।

এর আগে, ওয়ানডের ইংল্যান্ড বিশ্বকাপে আম্পায়ারিং বিতর্ক বাদ যায়নি ফাইনালেও। ওভার থ্রো’য়ে পাঁচ রানের পরিবর্তে ইংল্যান্ডকে কুমার ধর্মসেনার ছ’রান উপহার দেওয়া নিয়ে বিস্তর চর্চা হয়েছে। অনেকের মতে, বাড়তি একটি রান না-পেলে ইংল্যান্ডের পক্ষে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সম্ভবত হতো না। পরিবর্তে নিউজিল্যান্ড প্রথমবার বিশ্বকাপ জিততে পারতো।

এসএইচ-০৮/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)