বন্যার্তদের খাবার দিচ্ছেন ইরফান-ইউসুফ

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে ভারতের গুজরাট প্রদেশের ভাদোদারা অঞ্চলে। সারা ভারতের বিভিন্ন জায়গার মতো, ভাদোদারার বন্যা কবলির মানুষদেরও দুর্গতির শেষ নেই। গৃহবন্দি জীবনযাপন করছেন তারা। বন্যার পানিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন।

এমতাবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড় ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান। এ দুই ভাইয়ের উদ্যোগে অন্তত খাবারটা পাচ্ছেন বন্যা কবলিত মানুষেরা। এছাড়াও নানাবিদ সাহায্য সহযোগিতা করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এ দুই পাঠান ভাই।

টানা প্রায় দু’দিনের বেশি সময় ধরে হওয়া বৃষ্টিতে ভাদোদারাসহ গুজরাটের অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। ক্রমাগত অবনতি ঘটছে বন্যা পরিস্থিতির। এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন পাঠান ভাই ও তাদের দল।

বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ এবং সংকটময় পরিস্থিতিতে অতীব প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন তারা। নিজ হাতেই এসব কাজ করছেন ইউসুফ-ইরফানরা। তাদের এ কাজের খবর পেয়ে একজন ভক্ত সমস্যার কথা জানালে, সেখানেও সাহায্য করার আশ্বাস দেন ইরফান পাঠান।

ইরফানকে উদ্দেশ্য করে সেই ভক্ত লিখেন, ‘গত দু’দিনের ভারী বৃষ্টিতে ছাত্রী নিবাসের মেয়েরা ভেতরে আটকা পড়েছে। তাদের কাছে খাওয়ার মতো কিছু নেই গত ৩ দিন ধরে কিছু খায়নি কেউ। সম্ভব হলে এখানে কিছু সাহায্য করুন।’ – এটি লিখে সঙ্গে ঠিকানাও জুড়ে দেন সেই ভক্ত। উত্তরে ইরফান লিখেন, ‘শিগগিরই আমাদের টিমের পক্ষ থেকে যোগযোগ করা হবে।’

এসএইচ-১৩/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)