লারাকে ছাড়িয়ে শীর্ষে ক্রিস গেইল

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন ক্যারিবীয়ান সুপার স্টার বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গর্বের এক রেকর্ডে ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেলেন ক্রিস গেইল। সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নেমে এ রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক ২৯৬ ম্যাচ খেলার রেকর্ড এখন তার দখলে।

ক্রিকেটের বরপুত্র খেলেছেন ২৯৫টি ওয়ানডে। তার আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ ছিল ক্যারিবীয় দানবের সামনে। ওয়েস্ট ইন্ডিয়ানদের হয়ে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় লারার পরে আছেন তিনি।

২৮৫ ইনিংস ব্যাট করে লারা করেছেন ১০ হাজার ৩৪৮ রান। ২৮৯ ইনিংসে গেইলের সংগ্রহ ১০ হাজার ৩৪২ রান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইউনিভার্স বস করেন মাত্র ৪ রান। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এতে মাত্র ১১ রান করতে পারলেই লারাকে টপকে ওয়েস্ট ইন্ডিজ ইতিহাসে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে যেতেন গেইল। তবে এখনো সামনে সুযোগ আছে তার।

সিরিজের বাকি দুটি ওয়ানডেতে আর মাত্র ৭ রান করতে পারলেই সাবেক সতীর্থকে অতিক্রম করে রেকর্ড গড়বেন তিনি।

উইন্ডিজের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড অবশ্য গেইলের (২৫টি)। এ তালিকায় দ্বিতীয় স্থানে লারা (১৯টি)।

এসএইচ-০৯/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)