প্রোটিয়াদের কোচ ইস্যুতে গিবসের ক্ষোভ

বিশ্বকাপের ব্যর্থতার পরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড কোচ ওটিস গিবসনসহ পুরো কোচিং স্টাফের সঙ্গে চুক্তি আর বাড়ায়নি। এর পরেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড কোচ এবং ম্যানেজার পদ পুরোদস্তুর তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এনকিউয়ের সঙ্গে দৌড়ে ছিলেন মার্ক বাউচার ও অ্যাশওয়েল প্রিন্স। কিন্তু, এনকিউ পিছনে ফেলে দেন বাউচার ও প্রিন্সকে।

প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হার্শেল গিবস বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নিজের টুইটার অ্যাকাউন্টে।

তিনি বলেন, ‘‘একটি মাত্র ভাল মৌসুমে কোন কোচের যোগ্যতা বিচারের সঠিক মাপকাঠি হতে পারে না। দক্ষিণ আফ্রিকার মতো দলের কোচ হওয়ার জন্য এই পারফরম্যান্স যথেষ্ট নয়। মার্ক বাউচার বা অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে ন্যায় বিচার করা হয়নি।’’

বাউচার এবং প্রিন্স যথাক্রমে টাইটান্স এবং কেপ কোবরা দলের কোচ ছিলেন।

এসএইচ-০২/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)