উইকেটে ‘‌বেল’ ছাড়াই খেলা চলল অ্যাসেজে

উইকেটে বল লেগেছে কিন্তু বেল পড়েনি- তাই ব্যাটসম্যান নট আউট! এই ঘটনা ক্রিকেট দুনিয়ায় বহুবার দেখা গেছে। কিন্তু ‘‌বেল’ ছাড়াই খেলা চলছে!‌

একবার নয়, বেশ কয়েকবার। শেষপর্যন্ত বাধ্য হয়ে বেল ছাড়াই খেলা চালানোর সিদ্ধান্ত নিয়ে নেন আম্পায়াররা। কারণ আইসিসির নিয়মের ‌৮.‌৫ ধারা অনুযায়ী, আম্পায়ারদের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার র‌য়েছে।

তাও আবার অ্যাসেজে। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। তবে এবার সেটাই দেখা গেল ম্যানচেস্টার টেস্টে।

চতুর্থ টেস্টের প্রথম দিন তখন ব্যাট হাতে ক্রিজে স্টিভ স্মিথ এবং লাবুশানে। ৩০ ওভার খেলা অতিক্রান্ত।

বল করছিলেন স্টুয়ার্ট ব্রড। আচমকাই ঝোড়ো হাওয়ায় পড়ে যায় উইকেটের বেল।

যদিও বেশিক্ষণ নয়, কয়েক ওভার পরেই উইকেটে ফিরে আসে বেল। আসলে এদিন দিনের শুরু থেকেই বারেবারে বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছে খেলায়। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। আর সেকারণেই ‘‌বেল’‌হীন হয়ে পড়েছিল উইকেট।

এসএইচ-১৯/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)