কোচ হয়ে ফিরলেন ম্যারাডোনা

কোচ হিসেবে প্রায় এক দশক পর আর্জেন্টিনায় ফিরলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব জিমন্যাসিয়া ওয়াই এসগ্রিমা লা প্লাতার কোচ হলেন তিনি।

বৃহস্পতিবারই ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় যে, আগামী মৌসুমের জন্য ম্যারাডোনা তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছেন।

ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা পরশু টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই জিমনাসিয়ার সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে চলমান আলাপ-আলোচনার কথা ভক্তদের জানান ম্যারাডোনা।

মোরলার মতে, ম্যারাডোনা যে জিমনাসিয়ার কোচ হবেন, তা মোটামুটি আশি শতাংশ নিশ্চিত। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, ম্যারাডোনাও কোনো চুক্তিপত্রে সই করেননি।

বৃহস্পতিবার জিমনাসিয়ার কর্তাব্যক্তিদের সঙ্গে আবারও আলোচনায় বসেছিলেন ম্যারাডোনা। কালই নতুন কোচ নিয়োগের বাকি বিষয়গুলো চূড়ান্ত করেছে জিমনাসিয়া। আর ম্যারাডোনাও পেয়ে গেছেন নতুন চাকরি।

কোচের পদে ম্যারাডোনাকে বিবেচনা করার জন্য আর্জেন্টাইন কিংবদন্তি ধন্যবাদ জানিয়েছেন জিমনাসিয়ার কর্তাব্যক্তি ও সমর্থকদের, ‘কোচ হিসেবে আমার সফলতার কথা বিবেচনা করে তারা যে আমাকে জিমনাসিয়ার কোচ হওয়ার যোগ্য মনে করেছেন, আমি সে জন্য কৃতজ্ঞ। আমার হৃদয় আবেগ ও ভালোবাসায় ভরে উঠেছে।’

এসএইচ-১৩/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)