দীনেশ কার্তিককে শোকজ করল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হাজির থাকার কারণে দীনেশ কার্তিককে শো কজ করা হয়েছে।

নোটিসটি পাঠিয়েছেন বোর্ডের সিইও রাহুল জহুরি। ট্রিনব্যাগো নাইট রাইডার্সের জার্সি গায়ে তিনি ড্রেসিংরুমে ব্রেন্ডন ম্যাকালামের পাশে বসে। এমন একটা ছবি বোর্ডের হাতে পৌঁছেছে। শো কজের সঙ্গে ছবিটিও পাঠানো হয়েছে কার্তিককে।

জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। ট্রিনব্যাগো নাইট রাইডার্স বনাম সেন্ট কিটসের খেলার সময় কার্তিক বসেছিলেন নাইট রাইডার্সের ড্রেসিংরুমে।

ভারতীয় বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে অন্য কোন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় হাজির থাকার নিয়মই নেই। কার্তিকের কোন বক্তব্য পাওয়া যায়নি। সম্ভবত নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করে চিঠি দেবেন বোর্ডকে।

কারণ, ২৪ সেপ্টেম্বর থেকে বিজয় হাজারে ট্রফির খেলা শুরু। যেখানে তিনি তামিলনাড়ুর হয়ে খেলবেন।

এসএইচ-১৬/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)