জিম্বাবুয়ের সামনে রানের পাহাড়

ইনিংসের শুরুটা ছিলো দুই দলের জন্য ভারসাম্যপূর্ণ। কেননা আফগানিস্তান যেমন রান করছিলো দ্রুতগতিতে, তেমনি জিম্বাবুয়েও উইকেট ফেলছিল নিয়মিত বিরতিতে। কিন্তু মোহাম্মদ নবী ও নাজিবউল্লাহ জাদরানের পঞ্চম উইকেট জুটি আর কোনো হিসেব মানেনি।

শনিবার ঢাকা মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে মুখোমুখি হয়েছে দু’দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচটি তাই জিম্বাবুয়ের জন্য ‘মাস্ট উইন’ ম্যাচ।

এ দুই ডানহাতির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। সিরিজে নিজেদের প্রথম জয়ের জন্য ১৯৮ রানের পাহাড় তাড়া করতে হবে জিম্বাবুয়েকে।

নাজিবুল্লাহ জাদরানের ৩০ বলে ঝড়ো ৬৯ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে আফগানরা। জাদরানের ইনিংসটি সাজানো ছিল ৬ ছক্কা ও ৫ চারে। এছাড়া ৪৩ রান করেছেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ৩৮ রান এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে।

জিম্বাবুয়ের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস।

এসএইচ-২৪/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)