টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

টেস্ট হারের প্রতিশোধ নেয়ার এই তো সুযোগ! ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে এবার আফগানিস্তানের মুখোমুখি সাকিব আল হাসানের বাংলাদেশ।

রোববার ঢাকা মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করছে।

ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে দুই দলই। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ২৮ রানে।

রানরেটে এগিয়ে থাকায় তিন দলের মধ্যে পয়েন্ট তালিকার এক নাম্বারে আছে আফগানিস্তান। বাংলাদেশ দুই আর জিম্বাবুয়ে তিন। এই ম্যাচে তাই এগিয়ে যাওয়ার লড়াই বাংলাদেশ-আফগানিস্তানের।

বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে রোববার আরও বড় পরীক্ষা। আফগানিস্তানের বিরুদ্ধে স্পিন ত্রয়ী রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানকে সামলাতে হবে সাকিব আল হাসানদের। টি-২০তে রশিদ খানের দলটি খুবই ভয়ঙ্কর।

গত বছর তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। টি-২০তে তারা বাংলাদেশের বিরুদ্ধে মাত্র এক ম্যাচে হেরেছে। সেটাও ২০১৪ সালে। তাই বলাই যায়, এখন রশিদ খানেরা অনেক বেশি আত্মবিশ্বাসী এক দল।

এসএইচ-২৩/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)