টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল স্কটল্যান্ড

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল স্কটল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৩ উইকেটে তুলেছিল ২৫২ রান। জবাবে নেদারল্যান্ডস ৭ উইকেটে করেছে ১৯৪ রান। ৫৮ রানের জয় পেয়েছে স্কটল্যান্ড।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ২৭৮ রানের বিশ্বরেকর্ড গড়ে আফগানিস্তান।

সোমবার রাতে আফগানদের সেই রেকর্ড টপকাতে না পারলেও টি-টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল স্কটল্যান্ড।
মালাহাইডে টস হেরে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের আড়াইশ ছাড়ানো সংগ্রহে বড় অবদান মানজির।

মাত্র ৫৬ বলে ১২৭ রানের টর্নেডো ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার। ৫০ বলে ৮৯ রান করেছেন অধিনায়ক কাইল কোয়েতজার। উদ্বোধনী জুটিতে এই দুজন তোলেন ২০০ রান, যা টি-টোয়েন্টিতে যেকোনও উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ।

ত্রিদেশীয় সিরিজের অন্য দল স্বাগতিক আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। স্কটল্যান্ড জয় দিয়ে শুভ সূচনা করল।

এসএইচ-০৮/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)