অজি অধিনায়ক ভাগ্য ফেরাতে টস করতে উইকেটরক্ষককে পাঠালেন

টসে হারার ধারাবাহিকতায় ইতি টানতে উইকেটরক্ষক অ্যালিসা হিলিকে ক্রিজে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার নর্থ সিডনি ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নারী দলের প্রথম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে টসে জিতেছেন টস জেতায় বিশেষজ্ঞ হিলি।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে মাত্র একবারই টসে জেতেন ল্যানিং। ওই সফর চলার সময়েই দলের অন্য কোনও সদস্যকে টস করতে পাঠানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন অজি অধিনায়ক। যদিও ল্যানিংয়ের টস জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার পারফর্ম্যান্সের উপর কোনও প্রভাব ফেলেনি।

নর্থ সিডনি ওভালে টসে অবশ্যই জিতেছেন হিলি। অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে হতভম্ব শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু পর্যন্ত ভুল করে হেডস ডেকে ফেলেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ল্যানিং আর টস জয়ের আনন্দে আকাশে মুঠোহাত ছুড়ে দেন হিলি।

২০১৮ সাল থেকে মাত্র তিনটি টি-২০ আন্তর্জাতিকে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর মধ্যে তাদের ঝুলিতে এসেছে টি-২০ বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে অবশ্য অতীতেও সতীর্থ ক্রিকেটারকে টস করতে পাঠিয়েছেন অধিনায়ক। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি২০ ম্যাচে সতীর্থ জে পি ডুমিনিকে টস করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মজার কথা হল, ডুমিনি ওই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। এর আগে ৬ বার পর পর টস হেরেছিলেন প্রোটিয়া অধিনায়ক।

এসএইচ-১৫/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)