অনন্য রেকর্ড রোনালদোর

চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়া অভ্যাসে পরিণত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে একাধিক নজির গড়েছেন তিনি। দল বদলে জুভেন্তাসের হয়ে মাঠে নামলেও রেকর্ডে কমতি নেই সিআর সেভেনের।

মঙ্গলবার রাতে বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের একটি সর্বকালের সেরা রেকর্ড ছুঁয়ে ফেললেন রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে সর্বাধিক ৩৩টি আলাদা দলের বিরুদ্ধে গোল করলেন তিনি।

এই নিরিখে তিনি ছুঁয়ে ফেললেন প্রাক্তন রিয়াল তারকা রাউলের রেকর্ড। রাউলও চ্যাম্পিয়ন্স লিগে ৩৩টি আলাদা দলের বিরুদ্ধে গোল করেছেন। দু’জনেই যৌথভাবে শীর্ষে রয়েছেন।

খুব পিছিয়ে নেই রোনালদোর প্রধানতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তিনি এখনও পর্যন্ত চ্যাম্পিয়ম্স লিগে মোট ৩২টি আলাদা দলের বিরুদ্ধে গোল করেছেন। চলতি মৌসুমে রোনালদো-রাউলের রেকর্ডে ভাগ বসাতে পারেন মেসিও।

এসএইচ-১৩/০৩/১৯ (স্পোর্টস ডেস্ক)