ইমরান খানের বক্তব্যকে ‘আবর্জনা’ বললেন গাঙ্গুলী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ইমরান খানের বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা চলছে ভারতজুড়ে। তবে দেশটির ক্রিকেটাঙ্গনে প্রথম প্রতিক্রিয়াটা এসেছিল বীরেন্দ্র শেবাগের কাছ থেকে। এরপর তাতে সুর মিলিয়েছেন সৌরভ গাঙ্গুলী। শুধু তাই না, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্যকে সরাসরি ‘আবর্জনা’ বলেও কটাক্ষ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

বৃহস্পতিবার টুইটারে ইমরানকে একহাত নিয়েছিলেন শেবাগ। নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ইমরান খানের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে সাবেক ভারতীয় ওপেনার লিখেছিলেন, ‘সঞ্চালক বললেন, আপনার কথা ব্রোনক্সের (মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঢালাইকরের মতো। কিছুদিন আগে জাতিসংঘে করুণ বক্তৃতার পর এই লোকটা মনে হয় নিজেকে ছোট করার জন্য নতুন পথ খুঁজে বের করছে।’

শেবাগের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এমএসএনবিসি টিভি চ্যানেলের টক শো ‘মর্নিং জো’ অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির অবকাঠামো নিয়ে মন্তব্য করতে গিয়ে ইমরান বলেন, ‘চীনে গিয়ে তাদের অবকাঠামো দেখে আসুন। নিউইয়র্কে, আমি দেখলাম গাড়িগুলো ধাক্কা খাচ্ছে।’

ইমরানের এমন মন্তব্যের জবাবে বেশ কড়া ভাষায় ওই সঞ্চালক বলেন, ‘আপনাকে ঠিক পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, আপনার কথা ব্রোনক্সের (মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর) একজন ঢালাইকরের মতো।’

শেবাগের টুইটের জবাবে গাঙ্গুলী লিখেছেন, ‘ভিরু (শেবাগের ডাক নাম)… আমি এটা দেখে হতভম্ব হয়ে গেছি…নজিরবিহীন বক্তব্য…বিশ্বের এখন শান্তি দরকার, দেশ হিসেবে পাকিস্তানের যা সবচেয়ে বেশি প্রয়োজন এবং তাদের নেতা এমন আবর্জনাসুলভ কথাবার্তা বলছে…যে ইমরান খানকে ক্রিকেট বিশ্ব জানত, এ সে নয়…জাতিসংঘে তার ভাষণ ছিল অত্যন্ত বাজে।’

এছাড়া বিশ্বকাপজয়ী সাবেক পাকিস্তানি অধিনায়কের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইট করেছেন মোহাম্মদ শামি, হরভজন সিং এবং ইরফান পাঠানের মতো ক্রিকেট তারকারাও। তাদের টুইটের সারমর্ম করলে দাঁড়ায়, জাতিসংঘে দেওয়া ভাষণে ভারতকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন ইমরান। তার বক্তব্যে পারমাণবিক হামলার হুমকির প্রসঙ্গ আসা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। বিশেষ করে ইমরানের বক্তব্যে ‘রক্তবন্যা’ আর ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়া’র মতো শব্দ ব্যবহার নিয়েই খেপেছেন এই তিন ক্রিকেটার।

এসএইচ-১৬/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)