ফের ছিটকে গেলেন এমবাপে

চোট পেয়ে আবারও ছিটকে গেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর গেল সপ্তাহে দলে ফেরেন তিনি। দুটি ম্যাচে খেলেন বদলি হিসেবে। কিন্তু ফের অস্বস্তি বোধ করতে শুরু করেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। ফলে পিএসজির আসন্ন ম্যাচে খেলা হচ্ছে না তার।

শনিবার লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অঁজির মুখোমুখি হবে বর্তমান ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। পয়েন্ট তালিকার দুই শীর্ষ দলের লড়াইয়ে দর্শক হয়ে থাকতে হবে ২০ বছর বয়সী এমবাপেকে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়।

এমবাপের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন পিএসজি কোচ টমাস টুখেল। বাড়তি সতর্কতার জন্যেই শনিবারের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

দলের অন্যতম এই তারকার পুরোপুরি সুস্থ্ হয়ে উঠতে ১০ দিনের মতো সময় লাগতে পারে বলে মনে করেন টুখেল।

কদিন পর হতে যাওয়া ইউরো বাছাইয়ের ম্যাচে জাতীয় দলের হয়ে এমবাপের খেলাও এখন কিছুটা অনিশ্চিত হয়ে পড়ল।

আগামী ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ঘরের মাঠে গ্রুপের শীর্ষে থাকা তুরস্কের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এসএইচ-০৩/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)