শোয়েব মন্ত্রে সফল ভারতীয় শামি, পাকিস্তানিদের না

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। আর এ জয়ে চতুর্থ ইনিংসে দলের হয়ে অসাধারণ বল করা পেসার মোহাম্মদ শামি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রোটিয়াদের ধস নামামো ইনিংসে একাই তুলে নেন পাঁচ উইকেট। শামির এমন বিধ্বংসী বোলিংয়ের পর তার প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার।

প্রশংসার পাশাপাশি শোয়েব এও জানিয়ে দিলেন, তার পরামর্শেই সফলতা পেয়েছেন ডানহাতি শামি। কিন্তু একটি ব্যাপারে পাকিস্তানি তারকা হতাশ। তিনি দুঃখের সঙ্গে জানান, ভারতীয় পেসার তার কাছে পরামর্শ চাইলেও স্বদেশী কোনো ফাস্ট বোলার তাকে কখনো ফোনও দেননি।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর শামি আমাকে ফোন দিয়ে জানায় সে দলের হয়ে ভালো করতে পারেনি। আমি তাকে বলেছিলাম মনোবল ধরে রাখো আর ফিটনেসের প্রতি আরও নজর দাও।’

‘আমি তাকে বলেছিলাম, আমি চাই তুমি সেরা ফাস্ট বোলার হও। তোমার রিভার্স সুইং আছে, উপমহাদেশে যা অনেকের নেই। আমি তাকে আরও বলি তুমি রিভার্স সুইংয়ের রাজা হবে।’

এরপর নিজ দেশের পেসারদের নিয়ে শোয়েব বলেন, ‘আপনারা দেখলেন শামি কি করলো? বিশাখাপত্তমের ফ্ল্যাট পিচে সে উইকেট পেল। তার প্রতি আমি দারুণ খুশি। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে পাকিস্তানি কোনো বোলার তাদের উন্নতির জন্য আমাকে কখনো জিজ্ঞেস করেনি, যেখানে ভারতীয় বোলার শামি জানতে চেয়েছে।’

ম্যাচের চতুর্থ ইনিংসে শামি পাঁচ উইকেট দখল করেন। এই পাঁচ উইকেটের চারটিই তিনি আবার প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বোল্ড করেন।

এসএইচ-২৪/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)