ফুটবলে পায়ের যাদু দেখালেন সাকিব (ভিডিও)

বাংলাদেশ ক্রিকেট দলকে অনুশীলনে প্রায় সময়ই ফুটবল খেলতে দেখা যায়। এছাড়া বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও ফুটবল নিয়ে মেতে উঠেন ক্রিকেটাররা।

ক্রিকেট দলের সেরা ফুটবলারের কথা আসলে প্রথমেই নাম আসবে দেশের টি-টুয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের কথা। শৈশবকালে ফুটবলার হওয়ার স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত হয়েছে দেশসেরা ক্রিকেটার।

ক্রিকেট মাঠে যেমন বিশ্বসেরা অলরাউন্ডার, ফুটবল মাঠেও তার পায়ের যাদু কোন অংশে কম নয়। তার প্রমাণও মিললো এবার।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন সাকিব। সেখানেই সতীর্থদের সঙ্গে মেতেছেন ফুটবল খেলায়। শুধু খেলেই যে ক্ষান্ত হয়েছেন তা নয়, দেখিয়েছেন নিজের পায়ের জাদুও।

সতীর্থ এক খেলোয়াড়ের কাছ থেকে বল পান বাম প্রান্তে থাকা সাকিব। বাঁ পায়েই ড্রিবলিং করে ঢুকে যান মাঠের মাঝ বরাবর।

তারপর বাঁ পায়ের অতর্কিত এক শটে বল জড়িয়ে দেন জালে। সাকিবের এমন দৃষ্টিনন্দন গোলে দলের বাকি খেলোয়াড়রা ছুটে আসেন তাকে অভিনন্দন জানাতে।

উল্লেখ্য, সিপিএলে এখন বেশ কঠিন অবস্থায় দাঁড়িয়ে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়ায় এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি তাদের সামনে বাঁচা মরার লড়াই। যেখানে বৃহস্পতিবার ভোরে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে সাকিবের বার্বাডোজ।

এসএইচ-১০/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)