টাইগাররা ভারত সফর না করলে লাভ কোহলিদের

১১ দফা দাবিতে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন না টাইগাররা। এতে ভারত সফর হবে কী হবে না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

টাইগাররা ভারত সফর না করলে লাভবান হবেন বিরাট কোহলিরা। তারা ম্যাচ না খেলেই সিরিজ জিতে যাবে। সেক্ষেত্রে কোহলিরা পেয়ে যাবে ১২০ পয়েন্ট।

প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, খেলোয়াড়রা যদি খেলতে না চায় তারা খেলবে না। দুদিন পর ক্যাম্প, তারা আসতে চাইলে আসবে। ভারতে যদি যেতে চায় তাহলে যাবে।

না জানিয়ে হঠাৎ খেলা বন্ধ করে দেয়া একটা চক্রান্ত। সাকিব-তামিমদের আচরণে আমরা অসন্তুষ্ট। জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। কারা এর সঙ্গে জড়িত আমরা তা জানি। তাদের খুঁজে বের করা হবে।

এসএইচ-০৭/২৩/১৯ (স্পোর্টস ডেস্ক)