ভারত-বাংলাদেশ ম্যাচের সময়সূচী

জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে দায় স্বীকার করে নেওয়ায় এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

ফলে এক বছর পরই খেলতে পারবেন সাকিব, কিন্তু এক্ষেত্রে আইসিসির দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।

সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞায় স্তম্ভিত সারাদেশের মানুষ। পাশাপাশি এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। কারণ এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হবে টাইগারদের।

এরইমধ্যে আসন্ন ভারত সিরিজের জন্য সাকিবকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময়সূচী-

৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লী

৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট

১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর

১৪ নভেম্বর – ১৮ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর

২২ নভেম্বর – ২৬ নভেম্বর: দ্বিতীয় ও শেষ টেস্ট, কলকতা

এসএইচ-২১/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)