জিম্বাবুয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে মাসাকাদজা

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিলেন হ্যামিল্টন মাসাকাদজা। বুধবার বোর্ডের চেয়ারম্যান তেবোঙ্গওয়া মুকুহলানি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন মাসাকাদজা।

এ ব্যাপারে ক্রিকবাজ জানাচ্ছে, ৩৬ বছর বয়সী মাসাকাদজার জন্য নতুন একটি পদ তৈরি করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ডিরেক্টর অব ক্রিকেট নামক এই পদে ১ নভেম্বর থেকে দায়িত্বগ্রহণ করতে চলেছেন দেশটির সাবেক এই অধিনায়ক।

এছাড়াও কোচ ও অধিনায়কদের কার্যকর নেতৃত্ব দেয়ার জন্যও কাজ করবেন তিনি বলে জানানো হয়ে বোর্ডের পক্ষ থেকে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যা ক্রিকেটের সব ক্ষেত্রে আমাদের শক্তিশালী হবার ইচ্ছাকে আরও ত্বরান্বিত করবে।

এসএইচ-১৯/৩১/১৯ (স্পোর্টস ডেস্ক)