আগারওয়ালকে আগে থেকেই পর্যবেক্ষণে রেখেছিল আইসিসি

দলের ভেতরকার তথ্য জানার জন্য দীপক আগরওয়াল যোগাযোগ করেছিলেন বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে। দীপককে সহায়তা না করলেও বিষয়টি আইসিসিকে না জানানোয় শাস্তি পেতে হয়েছে সাকিবকে।

নিজেকে টি২০ লীগের প্রমোটার হিসেবে পরিচয় দেন দীপক।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, দীপকের বাড়ি ভারতের হরিয়ানা রাজ্যে। বর্তমানে তিনি দুবাইয়ে থাকেন। সেখানে তিনি একটি ক্রিকেট একাডেমিও পরিচালনা করেন।

আইসিসির সদর দফতর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বেশ আগে থেকেই আগারওয়াল দুবাইয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের রাডারে আসেন।

দুবাইয়ে একটি খেলাচলাকালে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়। সেখান থেকেই সাকিব আল হাসানের সাথে আগারওয়ালের কথাবার্তার বিষয়টি বেরিয়ে আসে।

এসএইচ-১৮/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)