টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজে ১-১ সমতা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যে দল জিতবে, তারাই হাতে তুলবে সিরিজের ট্রফি। এমনই এক সমীকরণ মাথায় নিয়ে নাগপুরে মুখোমুখি বাংলাদেশ-ভারত।

দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

তবে ভারত প্রতিশোধ নিয়ে নেয় পরের ম্যাচেই। রাজকোটে রোহিত শর্মার দল জেতে ৮ উইকেটে।

ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। নাগপুরের বিধর্ভা ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টস পেয়ে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ। অর্থাৎ রোহিত শর্মার ভারত প্রথমে ব্যাটিংয়ে নামবে।

এসএইচ-২০/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)