সিরিজ জিতলে বা ড্র করলেই রেটিং বাড়বে বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। আজ বৃহস্পতিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা।

বর্তমানে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ৬১ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। এই সিরিজ জিতলে বা ড্র করলে রেটিং বাড়বে বাংলাদেশের। আর সিরিজ ড্র বা হারলেই রেটিং হারাবে ভারত। বর্তমানে ১১৯ রেটিং নিয়ে র‌্যাংকিং-এ শীর্ষ দল ভারত।

দুই ম্যাচের সিরিজে কোন দল না জিতলে বা ১-১ ব্যবধানে শেষ হলে ভারতের রেটিং হবে ১১৭। বাংলাদেশের হবে ৬৬। বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়, তবে টাইগারদের রেটিং হবে ৭০। ভারতের হবে ১১৪। ২-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলে, তাদের রেটিং হবে ৭২। ভারতের হবে ১১৩।

ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতলে, স্বাগতিকদের রেটিং ১১৯-এই থাকবে। বাংলাদেশের ১ রেটিং বেড়ে ৬২ হবে। ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতলে কোহলিদের রেটিং হবে ১২০। বাংলাদেশ ১ রেটিং হারাবে। তখন রেটিং হবে ৬০।

বাংলাদেশের উপরে, অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং ৮০। আর বাংলাদেশের নীচে দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং ৫৫।

এসএইচ-০৩/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)